১ ক) ভূমিকা:
এই লেখাটি নীচে উল্লেখ করা ২ ধরনের শর্ত পূরন করেন এমন মানুষের জন্য প্রযোজ্য। নীচের ২ শর্ত পূরণ করেন না এমন কেউ লেখাটি না পড়লে হয়ত মন্দ হবে না। আর এই লেখায় দেয়া তথ্যের বাইরে ব্যক্তিগতভাবে আমি কোন সাহায্যে আসতে পারবো না বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি, সত্যি সত্যি আপনি নীচের ২ শর্তের একটি পূরণ করে খাকলে বাকি পথটা নিজেই বের করে নিতে পারবেন।
১ম শর্ত:
আপনি ইংরেজিতে সঠিক বানান ও গ্রামারে কমপ্লেক্স-কমপাউন্ড সেনটেন্স লিখতে পারেন এবং তারপরও ঘরে বসে যথেষ্ট পরিশ্রম করে ঘন্টায় ৯০০-১২০০ শব্দের লেখা লিখে পারিশ্রমিক হিসেবে ন্যুনতম ১ ডলার, তবে সাধারনত ২ - ৩.২৫ ডলার এবং ভাল পারলে ও সুযোগ জুটলে ৫-৭ ডলার পেলে অখুশি হবেন না, বরং অল্প টাকা হলেও আপনি বেশ খুশিই হবেন। অর্থাত এক ঘন্টা ধরে শুদ্ধ ইংরেজি লিখেও, ধরে নিন, কেবল ১৯২ টাকা পেলেও আপনার জব স্যাটিসফেকসন থাকবে। এছাড়াও, কোন মাসে প্রতিদিন ১-২ ঘন্টার কাজ, আবার কখনো দিনে ৮-৯ ঘন্টার কাজ করেও প্রতিদিনের কাজ শেষ করে ইন্টারনেটের মাধ্যমে লেখাগুলো পাঠাতে আপনার কোন সমস্যা হবে না।
যদি উপরের সবক’টি কথা আপনার জন্য সত্য হয়, তাহলে এই লেখাটি পড়ুন।
অথবা ২য় শর্ত:
উপরে দেয়া ১ম শর্তটি পূরণ করেন এমন কেউ আছেন যিনি আপনার খুব ঘনিষ্ট। আপনি তাকে এমন পরিশ্রমী আয়ের পথ দেখাতে চান। তাহলেও এই লেখাটি পড়ুন।
দয়া করে উপরের কথা ক’টি না পড়ে নীচের দিকে এগুবেন না।
১ খ) এই লেখাটির কাঠামো নিম্নরূপ:
১ম কিস্তি: (ভুমিকা ও লেখাটির রূপরেখা তুলে ধরা)
১ ক) লেখাটির ভূমিকা। (উপরে পড়েছেন)
১ খ) লেখাটির কংকাল। (এই অংশ পড়া শুরু করেছেন)
২য় কিস্তি: (ইংরেজিতে লিখে পরিশ্রমী উপার্জনের পথ দেখানোর প্রচেষ্টা)
২ ক) কি কাজ করতে হবে?
২ খ) কতখানি আয় হতে পারে?
২ গ) কতখানি শ্রম দিতে হবে?
২ ঘ) টাকা পাবার নিষ্চয়তা কতখানি?
২ ঙ) কতখানি যোগ্যতা লাগবে?
২ চ) আমি কি কাজ পাবো? ভারতীয় আর ফিলিপিনোদের সংগে কুলোব কিভাবে?
২ ছ) কাজ পাবার জন্য কেবল ২টি সাইটের উদাহরণ দিন।
৩য় কিস্তি: (উদাহরণ সহকারে ইংরেজিতে মাটি কোপানোর কাজ rewriting বুঝতে চেষ্টা করা):
৩ ক) Rewriting কাজটি আসলে কি?
৩ খ) ফ্রিল্যান্সিং কাজের জন্য রিরাইটিং কত রকম হতে পারে?
৩ গ) Rewriting x 1 এর উদাহরণ।
৩ ঘ) Rewriting x 2 এর উদাহরণ।
৩ ঙ) Rewriting x 3 এর উদাহরণ।
৪র্থ কিস্তি: (উদাহরণ সহকারে ইংরেজিতে ছোট ছোট আজগুবি লেখার কাজ snippet or short article writing বুঝতে চেষ্টা করা):
৪ ক) Snippet or short article writing কাজটি আসলে কি?
৪ খ) Snippet or short article writing এর উদাহরণ।
৫ম কিস্তি: (Article writing এবং Content writing এর চাহিদা বুঝতে চেষ্টা করা):
৫ ক) কি ধরনের লেখা লিখতে হবে?
৫ খ) নিজকে গড়ে নিতে হলে কি করতে হবে?
৬ষ্ঠ কিস্তি: Proofreading এবং Editing এর চাহিদা বুঝতে চেষ্টা করা):
৬ ক) Proofreading এবং Editing আসলে কি?
৬ খ) কেমন প্রস্তুতি নিতে হবে?
0 Comments